শ্রীমঙ্গল প্রতিনিধি
মো: আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই চোর গ্রেফতার সহ চুরি হওয়া ২০ হাজার টাকা উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আটককৃত চোর হল, পশ্চিম শ্রীমঙ্গল গ্রামের তসলিম উদ্দিনের ছেলে মো.শাহজাহান মিয়া (৩৫) ও উত্তর উত্তরসুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে ইকবাল মিয়া (২৮), কে পুলিশ তাদের বসত ঘর হতে গ্রেফতার করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো:জাহাঙ্গীর হোসেন সরদার এর দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়, এর সহযোগিতায় মামলার তদন্তকারী অফিসার এসআই/মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান তাৎক্ষনিক ২৭/০৮/২৩ইং তারিখ ভোর রাতে অভিযান পরিচালনা করিয়া মামলার ঘটনায় দুই আসামী গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায় গত ২৪/০৮/২০২৩ইং তারিখ রাত্র আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময় মোঃ শহীদ মিয়া (৫৮), পিতা-আসমত আলী, গ্রাম-উত্তর উত্তরসুর এর একতলা পাকা বাড়ীর কাঠের দরজার ছিটকানী কৌশলে খুলিয়া ০৪ জন অজ্ঞাতনামা লোক ঘরে প্রবেশ করে। সাথে সাথে বাদির পরিবারের লোকজন টের পাইয়া হালা চিৎকার করিলে অজ্ঞাতনামা লোকজন তাহাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করিয়া একটি রুমে আটক রাখিয়া নগদ (আশি হাজার) টাকা, ০৪টি মোবাইল ফোন, ০৭ আনা ওজনের দুই জোড়া কানের দুল নিয়া রাত আনুমানিক ০৪.১০ ঘটিকার সময় পালিয়ে যায়। বাদির এরুপ অভিযোগে,একটি মামলা করা হয়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আসামীরা পুলিশের নিকট চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও বলেন, চুরি হওয়া নগদ ৮০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকী চোরদের সহ টাকা ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।তিনি আরো জানান গ্রেফতারকৃত চোর দুজনকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।