1. admin@dailydigantor.com : admin :
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভোলা তজুমুদ্দীন উপজেলায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত – দৈনিক দিগন্তর
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনার ডুমুরিয়ায় লুন্ঠিত মালামালসহ ৬ ডাকাত গ্রেফতার কুষ্টিয়ায় বিদ্যালয়ের তালা খোলে শিক্ষার্থীরা ; শিক্ষক আসেন ১০টার পর সহকারী জজ হলেন ইবির ৭ শিক্ষার্থী নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে ; আল্লামা ইসমাঈল নূরপুরী ঢাকার দুই জায়গায় আজ সমাবেশ করবে বিএনপি রাজধানীর লালবাগে মিষ্টির দোকানে আগুন পাবনায় গোয়েন্দা শাখার পৃথক দুইটি অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ হারালো যুবক খুলনায় চাঞ্চল্যকর শামীমা হত্যা মামলার আরো ২ আসামী গ্রেফতার যশোর থেকে কুখ্যাত মাদক, চোরাকারবারি ও অস্ত্র ব্যবসায়ী নাসির অস্ত্র সহ গ্রেফতার

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভোলা তজুমুদ্দীন উপজেলায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

 

জেলা প্রতিনিধি।।টিটু মজুমদার।।সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ।এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করে থাকেন।হিন্দু পুরান মতে,ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন।সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

ভোলা তজুমদ্দিন উপজেলায় (৬ সেপ্টেম্বর) বুধবার সকাল ১০ ঘটিকায় তজুমদ্দিন উপজেলার পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে আড়ালিয়া বাবাজির সমাধি মন্দির থেকে শোভাযাত্রা শুরু করে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন মন্দির থেকে,তজুমদ্দিনে শ্রী শ্রী কালী মন্দির থেকে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ব্যানারে রেলি ও পদযাত্রা শুরু করে তজুমদ্দিনে পশ্চিম পাড়া হরি মন্দিরে আসে। সেখানে বিভিন্ন মন্দির থেকে র‍্যালি নিয়ে আগত সভাপতি সেক্রেটারি মহোদয়ের ব্যানারে তজুমদ্দিন উপজেলা চত্বর থেকে উত্তর বাজার পর্যন্ত পশ্চিমপাড়া হরি মন্দির এসে সমাপ্তি ঘোষণা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা ৩ আসনে মাননীয় সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন এমপি মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম শহিদুল্লাহ কিরণ।

উপস্থিত ছিলেন তজুমদ্দিন পূজা উদযাপন কমিটির তজুমদ্দিন উপজেলা শাখা সম্মানিত সভাপতি শ্রী বাবু রূপন দে, সাধারণ সম্পাদক শ্রী বাবু মিঠিল চন্দ্র দাস,ও সাংগঠনিক সম্পাদক শ্রী অন্তর দে সহ কমিটির সদস্য বৃন্দ।

এছাড়াও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তজুমদ্দিন উপজেলা শাখার সম্মানিত সভাপতি, শ্রী বাবু বিধু ভূষণ রায়, সাধারণ সম্পাদক শ্রী বাবু বিরন চন্দ্র নন্দী, সাংগঠনিক সম্পাদক শ্রী বাবু শ্রীবাস চন্দ্র দাস, শ্রী বাবু পঙ্কজ মজুমদার সহ উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মন্দির থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।

পরে সনাতন হিন্দু সম্প্রদয়ের লোকেরা আনন্দ রেলি ও আলোচনা সভায় যোগদান করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে শুভেছা ও অভিনন্দন জানিয়েছেন।তারা বলেন, যুগে যুগে পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বেড়ে যায় তখনই অবতার পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হন। তেমনি মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য।মানুষে বিভেদ ও বৈষম্য অবসানে সব ধর্মের আদর্শকে ধারণ করেই আমাদের এগোতে হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা