বিশেষ প্রতিনিধি।।খুলনার দিঘলিয়া থানা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ৮ অক্টোবর ২০২৩ খ্রীঃ রবিবার বিকাল ৩ টায় থানা চত্বরে অফিসার ইনচার্জ রিপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) তানভীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, গাজিরহাট ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, আরো উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সামসুন নাহার, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান তারেক, সহ-সভাপতি ওয়াহিদ মুরাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে, উপজেলা হিন্দু – বৌদ্ধ ,খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি বাবু মিলন কান্তি দে, সাধারণ সম্পাদক সুব্রত স্বর, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দিলীপ কুমার দাস, নিত্যানন্দ রায় , বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম , মোল্লা সালাউদ্দিন বাবু, মনিরুল ইসলাম, কিশোর কুমার দে, রুবেল হোসেন , দিঘলিয়া ইউনিয়নের পূজা পরিষদের উজ্জ্বল সরকার , দিঘলিয়া থানার সকল কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ।
আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) তানভীর আহমেদ বলেন , সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেন শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় তার জন্য পুলিশ প্রশাসন আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি তিনি সকলের সহযোগিতা কামনা করেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেন কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য সকলকে তিনি সতর্ক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওসি তদন্ত জিএম ইমদাদুল হক।