মোঃ আমিনুল ইসলাম আল আমিন : মৌলভীবাজার জেলার রাজনগরে আজ বুধবার (১৯ জুলাই) সকাল ৮ টা ৩০ মিনিটের সময় গাছের ডাল সরানোকে কেন্দ্র করে, রাজনগরের মজিদপুর গ্রামের বাদল মালাকারের, স্ত্রী ললিতা মালাকার কে, প্রতিবেশী অর্জুন মালাকার, পিতা অশোক মালাকার বারণ,মা সনজিতা মালাকার এবং তার ভাই অনিক মালাকার, মিলে প্রানে মারার উদ্দেশ্যে বাঁশ দিয়ে এলোপাতারি মারতে থাকে,মাথা থেকে রক্ত বের হলে তারা সেখান থেকে চলে যায়, তখন ললিতা মালাকারের ছেলে জয়ন্ত মালাকার শব্দ শুনে এসে দেখে, তার মা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।
সে তাড়াতাড়ি করে তার মাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান, রোগীর মাথায় প্রায় ২৫ টির মত সেলাই দেয়া হয়, সেখানে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায়, উনাকে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যাবার পরামর্শ দেন।
আহত ললিতা মালাকারের ছেলে জয়ন্ত মালাকার ,আমাদের সংবাদ মাধ্যম কে জানান ওদের সাথে আমাদের আগে ও ঝামেলা হয়ছিল,তবে তা সালিশ বৈঠকের মাধ্যমে শেষ হয়, কিন্তু তারা তারি প্রতিহিংসায় চার জন মিলে, আমার মাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়, এবং আমার মায়ের গলায় স্বর্ণের চেইন এবং কানের দুল ছিল যার, যার অনুমানিক ওজন এক ভড়ি, আমরা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছি, সেখান থেকে এসে ওদের নামে মামলা করব।