স্টাফ রিপোর্টার।।প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীকে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি চক্রের সাথে জড়িত আরও ৬ জনকে গ্রেফতার করেছে সিআইডি। ইতোপূর্বে গ্রেফতার একাধিক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডাঃ বশিরুল হকের নাম এসেছে। এছাড়া প্রশ্নফাঁস চক্রের মাস্টারমাইন্ড জসীমের গোপন ডায়েরিতে তার নাম রয়েছে।
গ্রেফতার ডাঃ অনিমেষ কুমার কুন্ডু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন মেডিকেল অফিসার। ২০১৫ সালে ১০ জন শিক্ষার্থীকে ফাঁসকৃত প্রশ্ন পড়িয়েছেন তিনি। এদের মধ্যে ৮ জন বিভিন্ন মেডিকেলে সুযোগ পেয়েছেন।
গ্রেফতার জাকিয়া ফারইভা ইভানা ঢাকা মেডিক্যাল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ডাঃ ইভানা ২০০৬-০৭ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ৬০তম স্থান অর্জন করেন। তিনি মেডিকেল প্রশ্নফাঁস চক্রের অন্যতম হোতা ফেইম কোচিং সেন্টারের সঙ্গে জড়িত ও প্রধান অভিযুক্ত ডাঃ ময়েজ উদ্দিন আহমেদ প্রধানের কাছ থেকে প্রশ্ন পেয়ে ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পান।
গ্রেফতার সাবরিনা নুসরাত রেজা টুসী রংপুর মেডিকেল কলেজের ২০১৫-১৬ সেশনের প্রাক্তন শিক্ষার্থী। গ্রেফতার অভিযুক্ত ডাঃ অনিমেষের মাধ্যমে প্রশ্ন পেয়ে রংপুর মেডিকেল কলেজে সুযোগ পান তিনি।
গ্রেফতার জাকারিয়া আশরাফ ও মৈত্রী সাহা ২০১৫-১৬ সেশনের ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী। এ দু’জনও অভিযুক্ত ডাঃ অনিমেষের মাধ্যমে প্রশ্ন পেয়ে ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পান।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, গ্রেফতারদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেক বই, ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা (নং-৪৩) দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।