টিটু মজুমদার ভোলা থেকে।।হঠাৎ করে মেঘনার ভাঙ্গনের কবলে পড়েছে ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের চর জহিরউদ্দিন পুলিশ তদন্ত কেন্দ্র।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে সোনাপুর ইউনিয়ন চর জহিরউদ্দিন পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন ও চর জহিরউদ্দিন ভাঙ্গন রোধে করনীয় বিষয়ে ভোলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মাহিদুজ্জামান বিপিএম বলেন,পরিস্থিতি বিবেচনায় দ্রুত সময়ে তদন্ত কেন্দ্র স্থানান্তর করা হবে।এইজন্য সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার সহ জনপ্রতিনিধি সহ সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনের সময় জেলা পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার তজুমদ্দিন সার্কেল জনাব মোঃ মাসুম বিল্লাহ, অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার সহ ইউপি সদস্য বৃন্দ।