1. admin@dailydigantor.com : admin :
মাহফিলের বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো মাদরাসা ছাত্রের – দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১ অপরাহ্ন
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মাহফিলের বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেলো মাদরাসা ছাত্রের

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

 

স্টাফ রিপোর্টার।।ফেনী সদর উপজেলার শর্শদীর ইউনিয়নের ফতেহপুর এলাকায় বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্র আশরাফুল ইসলাম (১৮) এর মৃত্যু হয়েছে।

বুধবার নিহত আশরাফুল ইসলাম নেয়ামতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ফেনী শহরের বারাহিপুর জামিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী।

মাদরাসার অধ্যক্ষ মমিনুল হক বলেন, ফেনী জামিয়া ইসলামিয়া মাদরাসার মাহফিলের আয়োজন চলছিল। এরই প্রস্তুতি হিসেবে ছাত্ররা বাঁশ কাটতে গিয়েছিল। সেখানে একটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে আশরাফুল। পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মাদরাসার মাহফিলের বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা