1. admin@dailydigantor.com : admin :
মাছের বাজারে আগুন, ডিমের ডজন ১৫০ – দৈনিক দিগন্তর
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪১ পূর্বাহ্ন
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনার ডুমুরিয়ায় লুন্ঠিত মালামালসহ ৬ ডাকাত গ্রেফতার কুষ্টিয়ায় বিদ্যালয়ের তালা খোলে শিক্ষার্থীরা ; শিক্ষক আসেন ১০টার পর সহকারী জজ হলেন ইবির ৭ শিক্ষার্থী নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে ; আল্লামা ইসমাঈল নূরপুরী ঢাকার দুই জায়গায় আজ সমাবেশ করবে বিএনপি রাজধানীর লালবাগে মিষ্টির দোকানে আগুন পাবনায় গোয়েন্দা শাখার পৃথক দুইটি অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ হারালো যুবক খুলনায় চাঞ্চল্যকর শামীমা হত্যা মামলার আরো ২ আসামী গ্রেফতার যশোর থেকে কুখ্যাত মাদক, চোরাকারবারি ও অস্ত্র ব্যবসায়ী নাসির অস্ত্র সহ গ্রেফতার

মাছের বাজারে আগুন, ডিমের ডজন ১৫০

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

 

স্টাফ রিপোর্টার।।দিন দিন মাছ, ডিমসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।পাঙ্গাস বাদে বেড়েছে অন্যান্য মাছের দাম। পাশাপাশি ডিমের দামও রয়েছে ঊর্ধ্বমুখী।ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সরেজমিনে রামপুরা বাজারে গিয়ে দেখা যায়, অধিকাংশ মাছের দাম বেশি।বাজারে দেশি রুই বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকা কেজি, চাষের রুই ৩৫০ টাকা, ইলিশ প্রতি কেজি ১৮০০ টাকা, ট্যাংরা ১২০০ টাকা, বোয়াল মাছ ১৩০০ টাকা, দেশি শিং ১০০০ টাকা, চাষের শিং ৪০০-৫০০ টাকা, কাচকি ৭০০ টাকা, পাবদা ৬০০ টাকা, বাইলা ১০০০ টাকা, রূপচাঁদা ১১০০ টাকা, মলা মাছ ৬০০ টাকা। এছাড়া গরিবের মাছ পাঙ্গাস বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০০ টাকায়।

দাম বেশি থাকা প্রসঙ্গে বিক্রেতা জহির মিয়া বলেন, আমাদের এখানে বেশিরভাগই মাছ ভালো মানের ও দেশী জাতের, তাই দামটা বেশি। যে আড়ত থেকে মাছ আনা হয়, সেখানেই দাম বেশি। আর আগের চেয়ে সাপ্লাই কিছুটা কমে গেছে। তবে আমাদের এখানে বেশিরভাগ মাছই ভালোমানের ও দেশি জাতের।

অতিরিক্ত দামে মাছ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বাড্ডার বাসিন্দা জুলিয়ান বলেন, মাছের এতো দাম দেখে ভড়কে গিয়েছি। এই দামে মাছ কিনলে তো বাকি মাস চলতে পারব না।

আরেক ক্রেতা ইসলাম বলেন, এসেছিলাম একটু বেশি করে মাছ কিনে নিয়ে যেতে। তবে যে দাম, সেক্ষেত্রে হয়ত বাজেটের অর্ধেক কিনতে হবে।

অপরদিকে ডিমের দামও রয়েছে বাড়তির দিকে। ফার্মের ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, দেশি ডিম ১৮০ টাকা, হাঁসের ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ২১০ টাকায়।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা