নিজস্ব প্রতিবেদক:গড়বো স্মার্ট বাংলাদেশ”এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অফিসের আয়োজনে রেলি ও আলোচনা সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন, উপজেলা কৃষক লীগের সভাপতি আহসান হাবীব মোহন, উপজেলা মৎস্যজীবী লীগের আহব্বয়ক খলিলুর রহমান জুয়েল সহ এসময় বক্তব্য রাখেন। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার প্রায় তিনশত মৎস্য চাষীগন অংশ গ্রহণ করেন। পরে আলোচনা শেষে সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, অতিথিবৃন্দ সহ উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।