1. admin@dailydigantor.com : admin :
বিএনপির সমাবেশে পুলিশ হত্যার প্রতিবাদে বাগেরহাটে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিক্ষোভ – দৈনিক দিগন্তর
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন

বিএনপির সমাবেশে পুলিশ হত্যার প্রতিবাদে বাগেরহাটে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিক্ষোভ

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

 

বাগেরহাট প্রতিনিধি।।ঢাকায় বিএনপির মহাসমাবেশে নিহত পুলিশ সদস্য মো আমিরুল ইসলাম (পারভেজ) হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট শাখা। বিএনপি- জামাতের সন্ত্রাসী কর্তৃক দেশপ্রেমিক পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল ইসলাম পারভেজ কে নির্মমভাবে পিটিয়ে হত্যাকারীদের বিচার ও ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট শাখা। শনিবার (১১ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ মিছিলটির শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ করে শেষে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে মিছিলটি শেষ হয়।

হত্যাকারীদের বিচার ও ফাসির দাবি জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়ন চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু , বীর মুক্তিযোদ্ধ আমির খসরু, বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মহিদুল ইসলাম মুকিত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শিকদার রেজাউল কবির ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা সহ-সভাপতি খাখ মাহবুব রহমান বাদল সহ সভাপতি কমলেশ বিশ্বাস ,যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন লিমন, সারাফত হোসেন সরু, মেহেদী ইসলাম রনি,দপ্তর সম্পাদক মুরাদ হোসেন, প্রচার সম্পাদক মিজানুর রহমান জেলা সদস্য মেবতা হোসেন, শাহীন হালদার আহবায়ক সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট, সদর উপজেলা সদস্য সচিব কবিরুল ইসলাম নান্নু, যুগ্ন আহবায়ক শামীম ইসলাম বাবু, মোড়লগঞ্জ উপজেলা সাধার সম্পাদক আরিফুল ইসলাম, চিতলমারী উপজেলার আহবায়ক আল মামুন, সদস্য সচিব আলোম শেখ,কচুয়া উপজেলার সদস্য সচিব আক্কাস আলী, সন্তান কমান্ডের নেতা সোহাগ রানা সহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা উপজেলা সকল পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,বিএনপির সমাবেশে যাকে হত্যা করা হয়েছে তার বাবার বাংলাদেশ স্বাধীন যুদ্ধে নেতৃত্ব দিয়ে ছিলেন।তার বাবা যখন যুদ্ধে ছিল তিনি কখনো চিন্তা করেনি তার ছেলে এই স্বাধীন দেশে এত নির্মমভাবে খুন হবে।এ খুনের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।কোনো অপশক্তিকে বাংলাদেশের ক্ষমতায় যেতে দেওয়া হবে না।আপনারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন তাহলেই আন্দোলন করবেন, অন্যথায় নয়৷ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ও স্বাধীনতার স্বপক্ষের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান,বক্তারা বলেন পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা সন্তান হত্যাকারীদের দ্রুত বিচারও ফাঁসি চাই ।বিক্ষোভ মিছিলটির শহরের প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে সমাপনী বক্তব্য বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ও স্বাধীনতার স্বপক্ষের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান সাংবাদিক মাসুম হাওলাদার সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখা।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা