বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি।।পটুয়াখালীর বাউফলে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা আ.লীগের কার্যালয় জনতা ভবনে আ.লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জম্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়ার সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক সামসুল কবির নিশাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,উপজেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান।
প্রধান অতিথি মোশারেফ হোসেন খান বলেন,বঙ্গবন্ধু জম্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তেমনি শেখ হাসিনা জম্ম না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের কাজ জাতি চোখে দেখতো না। শেখ হাসিনার জম্মের সফলতা ও স্বার্থকতা কর্মের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদ,যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল,পৌর যুবলীগের সভাপতি মামুন খান,স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রিয়াজ সিকদার,উপজেলা মহিলা যুবলীগের সভাপতি ইয়াসমিন ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম।