নরসিংদী জেলা পতিনিধি।।আজ বৃহস্পতিবার নরসিংদী মারকাযুল হুদা মাদরাসা মিলনায়তনে নরসিংদী জেলা শাখার নতুন কমিটি করা হয়।
নরসিংদী জেলা শাখার সধস্যদেরকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত সদস্যদের ভোটের মাধ্যমে মুফতী মোশাররফ হোসাইন রায়পুরীকে জেলা আমির ও মাওঃখাইরুল ইসলাম ফরাজীকে সাধারণ সম্পাদক করে মোট ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নরসিংদী জেলা শাখার নতুন কমিটি অন্য সদস্য হলেন নায়েব আমীর, মুফতী মুবাশ্বির আহমদ কাসেমী, নায়েব আমীর,মাওঃ জালাল উদ্দীন , যুগ্ম সাধারণ সম্পাদক,মাওঃ রফিকুল ইসলাম, সহসম্পাদক মাওঃ সাকিব ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাওঃগাজী ইসমাঈল ভাঁওয়ারী ,প্রচার সম্পাদক, মাওলানা ছগির আহমদ, অর্থ সম্পাদক মাহবুব রব্বানী,
বিচার ও আইন সম্পাদক মাওঃআবু ইউসুফ, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক, মাওঃআঃ লতিফ , সমাজ কল্যাণ সম্পাদক, মাওঃ হারুন রশীদ, কৃষি ও শ্রম সম্পাদক, মাওলানা ইব্রাহিম, মহিলা বিষয়ক, মাওঃশফিকুল ইসলাম দফতর সম্পাদক, মাওলানা আবু হানিফ ও জনাব মোঃ বেলাল হোসেন কে নির্বাহী সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।