আবুল হাসান, নিজস্ব প্রতিবেদকঃ বরগুনার তালতলীতে নব-নিযুক্ত জেলা প্রশাসক মুঃ রফিকুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ আগস্ট ২০২৩) দুপুরে তালতলী উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপার সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নিযুক্ত জেলা প্রশাসক মুঃ রফিকুল ইসলাম।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি রেজবি-উল-কবির জমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত, ৭ ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা।