আবুল হাসান, নিজস্ব প্রতিবেদকঃ বরগুনার তালতলীতে গরু চুরির অভিযোগ এনে ছাত্রদলের মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে ছাত্রদলের দলীয় পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। ওই তিনজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করেনি দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২২ আগস্ট ২৩) রাতে তাদের অব্যহতি দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
তালতলী উপজেলা ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দীন বলেন, বড়দের সাথে বেয়াদবি করায় গত ১০ আগস্ট আমরা তাদের অব্যহতি দিয়েছি। বিজ্ঞপ্তি তৈরি করতে করতে আমরাও শুনেছি তারা চুরির সাথে সম্পৃক্ত।