1. admin@dailydigantor.com : admin :
বরগুনার তালতলীতে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ – দৈনিক দিগন্তর
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৪ অপরাহ্ন
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৪ অপরাহ্ন

বরগুনার তালতলীতে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

 

আবুল হাসান নিজস্ব প্রতিবেদক।।বরগুনার তালতলীতে ক্ষুদ্র ঘটনা কে কেন্দ্র করে পুত্রবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ নভেম্বর ২৩) জুমার নামাজের পরে উপজেলার ৪ নং শারিকখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় মসজিদ থেকে আগত মুসল্লিরা বিষয়টির প্রতিবাদ জানাতে গেলে তাদেরকেও অকাত্য ভাসায় গালিগালাজহ হুমকি দিয়ে থাকেন কালাম বয়াতী (৫০)।

সরেজমিন গিয়ে জানা গেছে, জুমার নামাজের পরে গরু বাঁধাকে কেন্দ্র করে পুত্রবধূর (বশির বয়াতীর স্ত্রী) সাথে তর্কে জড়িয়ে পড়ে কামাল বয়াতী। একসময় পুত্রবধূকে ঝাড়ু দিয়ে মারধর করেন।

স্থানীয় আলহাজ্ব আব্দুল বাশার মুন্সী (৬০) , মিজানুর রহমান (৩৫), আবু মুন্সিসহ (৫৫) আরো অনেকে জানিয়েছেন, আমরা জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়েছি তখন ডাক চিৎকার চেঁচামেচি শুনে আমরা গিয়ে দেখি শ্বশুর তার পুত্রবধূকে ঝাড়ু দিয়ে মারধর করছে। এবং তাকে খুব লাঞ্ছনার সাথে মারধর করা হয়েছে যেটা মুসলিম সমাজের জন্য নিন্দনীয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে গৃহবধুর স্বামী বশির বয়াতী (৩০) বলেন, এটা আমাদের পারিবারিক ব্যাপার তাকে কেউ মারধর করেনি। কথা কাটাকাটি হয়েছে মাত্র। আশপাশে আমাদের অনেক শত্রু আছে তারা হারানি করার চেষ্টা করছে।

তবে মারধরের শিকার ওই গৃহবধূ (২৬) ঘটনার স্বীকারোক্তি দিয়ে কান্না জনিত কন্ঠে বলেন, আমাকে মারধর করেছে। আমি বিষয়টি ইউপি সদস্যকে জানিয়েছি। তার পদক্ষেপের পরে আমি আপনাকে জানাবো। এছাড়াও বিয়ের পর থেকেই তাকে নানাভাবে নির্যাতন করে বলে জানা গেছে।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আব্দুর রব বলেন, বিষয়টি আমি শুনেছি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করব। বর্তমান ইউপি সদস্য মজিবর বলেন, আমি বিষয়টি শুনেছি তবে এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। যেটা সামাজিক, ধর্মীয় এবং রাষ্ট্রীয়ভাবে বেআইনি।শারিকখালী ইউপি চেয়ারম্যান ফারুক খান বলেন, এখন পর্যন্ত এবিষয়ে কেউ কিছু বলেনি তবে এরকম ঘটনা আমাদের জন্য দুঃখজনক।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা