1. admin@dailydigantor.com : admin :
বগুড়া শাজাহানপুরে প্রভাষক পারভেজ হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব – দৈনিক দিগন্তর
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনার ডুমুরিয়ায় লুন্ঠিত মালামালসহ ৬ ডাকাত গ্রেফতার কুষ্টিয়ায় বিদ্যালয়ের তালা খোলে শিক্ষার্থীরা ; শিক্ষক আসেন ১০টার পর সহকারী জজ হলেন ইবির ৭ শিক্ষার্থী নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে ; আল্লামা ইসমাঈল নূরপুরী ঢাকার দুই জায়গায় আজ সমাবেশ করবে বিএনপি রাজধানীর লালবাগে মিষ্টির দোকানে আগুন পাবনায় গোয়েন্দা শাখার পৃথক দুইটি অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ হারালো যুবক খুলনায় চাঞ্চল্যকর শামীমা হত্যা মামলার আরো ২ আসামী গ্রেফতার যশোর থেকে কুখ্যাত মাদক, চোরাকারবারি ও অস্ত্র ব্যবসায়ী নাসির অস্ত্র সহ গ্রেফতার

বগুড়া শাজাহানপুরে প্রভাষক পারভেজ হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

 

মো: মহিউদ্দিন।। শাজাহানপুরে প্রভাষক শাহজালাল তালুকদার পারভেজ হত্যা মামলার ২ জন আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দিনব্যাপী অভিযানে বগুড়া ও রাজশাহী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত সি এনজি চালিত অটোরিকশা উদ্ধার হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন, আল আমিন (২৬) ও তন্ময় ওরফে সাব্বির (২৮)। এর মধ্যে সাব্বিরকে রাজশাহীর সদর উপজেলা থেকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। তিনি এজাহার ভুক্ত আসামি। তদন্তে প্রাপ্ত তথ্য অনুসারে বগুড়া শহরের কালিতলা থেকে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার মীর মনির হোসেন। তিনি জানান, পারভেজ হত্যাকাণ্ডের পরপরই র‌্যাব ঘটনাটি নিয়ে কাজ শুরু করে।                    পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে রাজশাহীর সদর উপজেলা এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। সাব্বির সেখানে তৌফিক ছদ্মনাম নিয়ে আত্মগোপনে ছিলেন।
আর এদিন সকালে বগুড়ার কালিতলা এলাকায় আল আমিনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছে থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়। মামলার তদন্তে আল আমিনের সম্পৃক্ততা পেয়েছে র‌্যাব।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছেন। তারা উদ্ধার হওয়া অটোরিকশায় চড়ে হত্যাকাণ্ড ঘটায়। পরে ওই অটোরিকশাতেই করে পালিয়ে যান তারা। আটককৃতদের শাজাহানপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপড় এলাকায় পূর্বশত্রুতার জেরে পারভেজকে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন ওই ঘটনায় নিহতের স্ত্রী সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত এজহারভুক্ত ৭জন আসামীর ভিতরে ৩ জন ও অজ্ঞাত আসামীদের মধ্যে ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা