1. admin@dailydigantor.com : admin :
বগুড়ার শাজাহানপুরে গৃহস্থ ও খামারিদের আতঙ্কের অপর নাম গরুর "লাম্পি স্কিন" ভাইরাস – দৈনিক দিগন্তর
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৩ অপরাহ্ন
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভোলায় প্রশাসন ও জনপ্রতিনিধির সাথে এমপি শাওনের মতবিনিময় খুলনার দৌলতপুরে গণধর্ষণের শিকার নারীর পাশে শ্রম প্রতিমন্ত্রী চাঞ্চল্যকর শামীমা হত্যা মামলার প্রধান আসামী সাইদুর গ্রেফতার বৃষ্টি অব্যাহত থাকতে পারে মানিকছড়িতে ৪০ লিটার চোলাই মদ আটক-৩ অন্যায়-অবিচারের মূলোৎপাটনে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত আন্দোলন আক্কেলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু খুলনা বিভাগীয় রোডমার্চ সফলের লক্ষে পাইকগাছা পৌর বিএনপির যৌথ প্রস্তুতি সভা খুলনার দৌলতপুর পাবলায় গৃহবধু ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতার ও শান্তির দাবিতে মানববন্ধন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত! সভাপতি রনি,সম্পাদক বাবু

বগুড়ার শাজাহানপুরে গৃহস্থ ও খামারিদের আতঙ্কের অপর নাম গরুর “লাম্পি স্কিন” ভাইরাস

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

 

মো:মহিউদ্দিন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে গরুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্কের মধ্যে পড়েছেন উপজেলার গৃহস্থ ও খামারিরা। এই ভাইরাস ছড়িয়ে পড়ায় উপজেলার গৃহস্হ ও খামারিদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। মারাত্মক এই রোগ মশা, মাছি, আঠালি বা ব্যবহৃত নিভেল ও সিরিঞ্জ বারবার ব্যবহারের মাধ্যমে আক্রান্ত পশু থেকে সুস্থ পশুর শরীরে ছড়াচ্ছে। রোগটির সুনির্দিষ্ট কোনো প্রতিষেধক না থাকায় দিশেহারা গৃহস্থ ও খামারিরা।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলা জুড়ে গরু রয়েছে প্রায় একাআশি হাজার। এর মধ্যে উপজেলায় গত দুই সপ্তাহে আক্রান্ত গরুর সংখ্যা দাঁড়িয়েছে বিরাআশি টি, মারা যাওয়ার সংখ্য তিনটি। এই লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভয়ংকর একটি রোগ। এখন এই রোগ বাংলাদেশে মহামারী রুপে ধারণ করেছে। এই রোগটি উপজেলায় ছড়িয়ে পড়ায় অনেক খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভয়ংকর রোগে আক্রান্ত হলে, প্রথমে গরুর শরীর গরম হয়ে জ্বর উঠে যায়। তারপর শরীরের কয়েক জায়গায় ছোট ছোট গুটি উঠতে শুরু করে। এবং একপর্যায়ে ধীরে ধীরে সারা শরীরেই ছড়িয়ে পড়ে। শরীর ফুলে যায় এবং গরুর খাবারে অনীহা দেখা দেয়, এতে গরু দুর্বল হয়ে পড়ে বলে জানান খামারিরা।

পশু চিকিৎসকরা বলছেন, বিরুপ আবহাওয়ার কারণে এ বছর বর্ষা মৌসুমের আগেই লাম্পি স্কিনের সংক্রমণ দেখা দিয়েছে এবং তা বিক্ষিপ্তভাবে ছড়াচ্ছে।

উপজেলার সাজাহানপুর গ্রামের গৃহস্হ মো.সোহেল রানা জানান, আমাদের ৩টি গরুর মধো ২ টি গরুর এই লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে।গরুটিকে বাঁচাতে চিকিৎসক এর পরামর্শে বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চিকিৎসা খুবই ব্যায়বহুল ও এই রোগে আক্রান্ত গরুর পরিচর্যা করা খুবই কষ্টকর। তবুও চেষ্টা করে যাচ্ছি জানিনা কি হবে!

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হোসাইন মোহাম্মদ রাকিবুর রহমান দৈনিক দিগন্তরকে জানান গরুর লাম্পি স্কিন রোগটি এখন বড় সমস্যা।ভয়ংকর এ রোগ থেকে গরুকে বাঁচাতে আমরা উপজেলার প্রতিটি ইউনিয়নে জনসচেতনতা মূলক সভা করছি।লাম্পি ষ্কিন রোগে আক্রান্ত গরুগুলোকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। এছাড়াও গৃহস্থদের পরামর্শ দেয়া হচ্ছে এ রোগে আক্রান্ত হলে প্রথমেই অসুস্থ গরুটিকে আলাদা করতে হবে। মশারি টাঙিয়ে রাখতে হবে, যাতে মশা বা মাছি গরুর শরীরে যেন না বসে এবং আমরা আমাদের চিকিৎসক দ্বারা সেবার মাধ্যমে রোগটিকে প্রতিরোধের চেষ্টা করছি।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা