1. admin@dailydigantor.com : admin :
বগুড়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িত প্রতিবেশি শাকিব – দৈনিক দিগন্তর
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:০২ অপরাহ্ন
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:০২ অপরাহ্ন

বগুড়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িত প্রতিবেশি শাকিব

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

 

নিজস্ব প্রতিনিধি।।বগুড়ায় সন্তানকে বেঁধে মা তাছলিমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত তারই প্রতিবেশী চাচাত ভাই শাকিব উদ্দিন (২২) বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী।

শনিবার(২১অক্টোবর ২০২৩) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এসপি বলেন, শাকিব উদ্দিন পেশায় অটোরিকশা চালক। গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয় শাকিব। এরপর তার অটোরিকশায় সমস্যা দেখা দিলে নিশিন্দারা মধ্যপাড়ায় তার প্রতিবেশী চাচাত বোন তাছলিমার বাড়িতে যায়। তাছলিমার কাছ থেকে হাতুড়ি নিয়ে অটোরিকশা মেরামত করে। তাছলিমা তাকে চানাচুর বিস্কুট খেতে দেয়। এ সময় সোফায় বসে কথা বলার এক পর্যায়ে তাছলিমা শাকিবকে ধার দেওয়া ১০ হাজার টাকা ফেরত চায়। টাকা দিতে দেরি হবে শাকিব জানালে তাছলিমার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায় হাতুড়ি দিয়ে তাছলিমার মাথায় কয়েকটি আঘাত কর শাকিব। তাছলিমা মেঝেতে পরে মারা গেলে শাকিব তার মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়।

পুলিশ সুপার বলেন, শাকিবকে গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে ল্যাপটপ ও ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে তাছলিমার বাবা জাহেদুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ শাকিবকে আটক করে তাদের হেফাজতে নেয়। মামলা দায়েরের পর শাকিবকে গ্রেপ্তার দেখায় বগুড়া সদর থানা-পুলিশ।

এদিকে নিহত তাছলিমার বাবা বলেন, শাকিব একা তার মেয়েকে হত্যা করতে পারেনি। হত্যাকাণ্ডের সঙ্গে জামাই সিরাজুলকে সন্দেহ করেন তিনি।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা