1. admin@dailydigantor.com : admin :
ফাঁকা বিএনপির কার্যালয়, সামনে শুধু পুলিশ – দৈনিক দিগন্তর
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভোলায় প্রশাসন ও জনপ্রতিনিধির সাথে এমপি শাওনের মতবিনিময় খুলনার দৌলতপুরে গণধর্ষণের শিকার নারীর পাশে শ্রম প্রতিমন্ত্রী চাঞ্চল্যকর শামীমা হত্যা মামলার প্রধান আসামী সাইদুর গ্রেফতার বৃষ্টি অব্যাহত থাকতে পারে মানিকছড়িতে ৪০ লিটার চোলাই মদ আটক-৩ অন্যায়-অবিচারের মূলোৎপাটনে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত আন্দোলন আক্কেলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু খুলনা বিভাগীয় রোডমার্চ সফলের লক্ষে পাইকগাছা পৌর বিএনপির যৌথ প্রস্তুতি সভা খুলনার দৌলতপুর পাবলায় গৃহবধু ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতার ও শান্তির দাবিতে মানববন্ধন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত! সভাপতি রনি,সম্পাদক বাবু

ফাঁকা বিএনপির কার্যালয়, সামনে শুধু পুলিশ

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

 

ডেস্ক রিপোর্ট ; আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। মহাসমাবেশের আগের দিন (বুধবার) বিকেলে হঠাৎ করেই ফাঁকা হয়ে গেছে দলটির কেন্দ্রীয় কার্যালয়।

যেসব নেতাকর্মী এসেছিলেন, তারা দ্রুত কার্যালয় ছেড়ে চলে যান। শুধু কার্যালয়ের ভেতরেই নয়, মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদেরও নয়াপল্টন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দলের শীর্ষ পর্যায় থেকে।

তবে বিকেল থেকেই নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শত শত পুলিশের অবস্থান দেখা গেছে। জনদুর্ভোগ এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্যই পুলিশের এই কঠোর অবস্থান বলে জানানো হয়েছে।

বিকেলে কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। হঠাৎ করেই ফাঁকা হয়ে পড়ে এলাকা।

এ ছাড়া দলের কার্যালয়ের আশপাশের দোকানপাটগুলো বন্ধ থাকতে দেখা গেছে।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, যেহেতু বিএনপিকে নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

বিএনপি কোথায় সমাবেশ করবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে রাতে এ বিষয়ে দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন হতে পারে বলে জানা গেছে।

এদিকে বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করার কথা ছিল বিএনপি নেতাদের। তবে কোনো কারণবশত তারা এখানে ব্রিফ করবেন না বলে জানিয়েছেন এবং রাত সাড়ে ৮টায় গুলশান কার্যালয়ে আগামীকালের সমাবেশ নিয়ে কথা বলবেন সাংবাদিকদের সঙ্গে।

এদিকে পুলিশের পরামর্শে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করবে না বিএনপি। তারা নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়। প্রয়োজনে বিএনপি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সমাবেশ করতে রাজি আছে।

নাম প্রকাশে না করার শর্তে এক নেতা বলেন, বৈঠক থেকে পুলিশ কমিশনারকে বিএনপি তাদের সিদ্ধান্ত জানিয়েছে। কর্মদিবসে সমাবেশ নিয়ে পুলিশের আপত্তি থাকায় বিএনপি শুক্রবার সমাবেশ করতে রাজি আছে বলে পুলিশকে জানায়। পুলিশ বিএনপিকে জানিয়েছে, তারা বৈঠক করে বিএনপিকে তাদের সিদ্ধান্ত জানাবে। এরপর রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি সংবাদ সম্মেলন করবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা