1. admin@dailydigantor.com : admin :
পাবনার ঈশ্বরদীতে বিএনপির ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর – দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ অপরাহ্ন
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

পাবনার ঈশ্বরদীতে বিএনপির ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

 

 

পাবনা প্রতিনিধি।।পাবনার ইশ্বরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে পাবনার ঈশ্বরদীতে অবরোধকারীরা ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ ও কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেছে।স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল সোয়া ৬টার দিকে ২০ থেকে ২৫ জন যুবক হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রসহ রেলগেট এলাকায় এসে অবরোধের পক্ষে স্লোগান দেয়। এ সময় অবরোধকারীরা রেলগেট ট্র্যাফিক আইল্যান্ডের সঙ্গে সাঁটানো স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসসহ বেশ কয়েকজন নেতার পক্ষে টাঙানো শুভেচ্ছা সম্বলিত কাঠের ব্যানার ও পোস্টার ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেয় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়। খবর পেয়ে টহলে থাকা পুলিশ ভ্যান ছুটে এলে অবরোধকারীরা রেলগেট হয়ে বাজারের দিকে চলে যায়।একই সময় রেলগেটে পাকশী ও লালপুর সড়কে চলাচলকারী পাঁচটি সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, সকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা