1. admin@dailydigantor.com : admin :
পাবনায় তিন দিনের সফরে আসছেন দেশের ২২ তম রাষ্ট্রপতি সাহাবুদ্দিন – দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৯ অপরাহ্ন
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

পাবনায় তিন দিনের সফরে আসছেন দেশের ২২ তম রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

 

রোকন বিশ্বাস-পাবনা প্রতিনিধি।।পাবনায় তিন দিনের সফরে আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজ জেলা আসছেন মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।তিনি জানান, বুধবার বিকেলে তিন দিনের সফরে পাবনার উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি। সেখানে একটি জনসভায় ভাষণ দেবেন এবং জেলার বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলার সাঁথিয়া উপজেলায় নৌকাবাইচ-পূর্ব এক জনসমাবেশে ভাষণ দেবেন। পরে পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ৫০০ শয্যাবিশিষ্ট একটি জেনারেল হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন করবেন।জানা গেছে, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে শহর ও আশপাশে উৎসবে পাবনা আনন্দ উল্লাসে বিরাজ করছে। সেই সাথে স্থানীয় প্রশাসন এই উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।

 

রাষ্ট্রপতিকে তার পৈতৃক বাড়িতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনগন। এছাড়া আগামী ২৯ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।উল্লেখ্য, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেওয়ার পর পাবনায় তার দ্বিতীয় সফর।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা