1. admin@dailydigantor.com : admin :
পশ্চিমা বিশ্ব আমাদের সহযোগিতা করছে : ফখরুল – দৈনিক দিগন্তর
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:১২ অপরাহ্ন
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:১২ অপরাহ্ন

পশ্চিমা বিশ্ব আমাদের সহযোগিতা করছে : ফখরুল

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

 

স্টাফ রিপোর্টার।।যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের গণতন্ত্রে বিশ্বাসী দেশগুলোর সমর্থন বিএনপিকে সাহস জোগাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরাও নির্বাচন চাই। তবে এবার আর যেনতেনভাবে নির্বাচন হতে দেয়া হবে না।

রোববার (১৫ অক্টোবর) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এবং আমাদের করণীয়’— শীর্ষক সেমিনার ও ‘নো কমেন্ট’ বইয়ের মোড়ক উন্মোচনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় মির্জা ফখরুল বলেন, একটা কথা সবসময় মনে রাখতে হবে যে, আমরা একা নই। পশ্চিমা বিশ্বে যারা গণতন্ত্রে বিশ্বাসী, তারা আমাদের সাহায্য করছে। এটা অস্বীকার করার উপায় নেই। এই লড়াইয়ে ইতোমধ্যে আমাদের অনেক প্রাণ গেছে এবং সহস্রাধিক মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমরা সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে রাস্তায় নেমে গেছি। আমাদের মধ্যে কিছু মানুষ আছেন, যারা সবসময় হতাশায় ভোগেন। আমার বিশ্বাস, মাঠে থাকলে হতাশা আসে না। আমি তো দলের নেতাদের মধ্যে এবং আমাদের সঙ্গে যারা যুগপৎ সংগ্রাম করছে তাদের মধ্যে কোনো হতাশা দেখি না। আমি বিশ্বাস করি, এই সংগ্রামে আমরা জয়লাভ করব। কারণ সত্য এবং সঠিক পথে আছি।’

সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের মতোই নির্বাচন করতে চাচ্ছেন। তবে ২০১৪ ও ২০১৮ সালের মতো এবার আর পারবেন না। বাকি সব রাজনৈতিক দল নিয়ে গণতন্ত্র রক্ষায় রাজপথে নেমেছি। লড়াই চালিয়ে যাবো এবং এই লড়াইয়ে আমরাই বিজয়ী হবো।’

শ্রীলঙ্কা, মিয়ানমার ও দিল্লীর আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন,, ‘আমরা কি জানি সেই বৃহৎ আন্দোলনটা কী? এটা কী শ্রীলঙ্কা, মিয়ানমার ও দিল্লীর আন্দোলনের চেয়ে বড় হবে? আমাদের খুবই সূক্ষ্মভাবে তা করা দরকার। যদি মনে করেন আন্তর্জাতিক শক্তির সমর্থন থাকবে, তবে এখানকার ঘণ্টা আপনাকেই বাজাতে হবে। এই ঘণ্টা বাজানোর ক্ষেত্রে নেতৃত্বে যোগ্যতা ইত্যাদি অনেক কিছু বিবেচনায় আসে। এ পর্যন্ত এই নেতৃত্বে বিএনপি ওয়ান্ডারফুল। অযোগ্য হওয়ার কিছু নেই। বিজয় আমাদের অবশ্যম্ভাবী।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা