বাগেরহাট উপজেলা প্রতিনিধি।। জেলা তথ্য অফিস নীলফামারীর সহকারী তথ্য অফিসার প্রকাশ চন্দ্র রায় গতকাল ১৯ আগষ্ট পরলোক গমন করেছেন। তাঁর মৃত্যুতে জেলা তথ্য অফিস, বাগেরহাট এর সকল সহকর্মীবৃন্দ গভীরভাবে শোকাহত।বাগেরহাট তথ্য অফিসের উপপরিচালক বিশ্বজিৎ শিকদার (২০আগস্ট) বলেন প্রকাশ চন্দ্র রায় ব্যাক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ,সদালাপী ও কর্তব্যপরায়ণ অফিসার ছিলেন। তিনি ছিলেন আমার সহকর্মী ।অনেক স্মৃতি আছে আমার প্রকাশ দার সাথে যা আমাকে মাঝে মাঝে অনেক ভাবায়, নীলফামারীর সহকারী তথ্য অফিসার প্রকাশ চন্দ্র রায় এর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বাগেরহাট জেলা তথ্য অফিসের সকলে।