1. admin@dailydigantor.com : admin :
নির্বাচন বানচালের নামে যারা আগুন সন্ত্রাস করবে তাদের ক্ষমা নেই ; প্রধানমন্ত্রী – দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

নির্বাচন বানচালের নামে যারা আগুন সন্ত্রাস করবে তাদের ক্ষমা নেই ; প্রধানমন্ত্রী

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

 

 

আজকে যারা নির্বাচন প্রতিহতের নামে অগ্নিসন্ত্রাস করছে, তাদের ক্ষমা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘নির্বাচন বানচালের নামে যারা বিচারপতির বাসায় হামলা করেছে, পুলিশ-সাংবাদিকের ওপর হামলা করেছে, তাদের ক্ষমা নেই।’
শুক্রবার (১৭ নভেম্বর) আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘দণ্ডিত আসামি খালেদা জিয়াকে আমি বাসায় থাকার সুযোগ দিয়েছি। তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কথা বলছে তার দল। এখন তাকে বিদেশ যেতে হলে তো আগে কারাগারে যেতে হবে, আইন তাই বলে।’
তারেক রহমান মাকে দেখতে না আসার বিষয়ে তিনি বলেন, ‘ছেলেই তো মাকে দেখতে এলো না। এই যে, যায় যায়, মরে মরে করতেছে তবুও ছেলে দেখতে এলো না।’
অগ্নিসন্ত্রাসের জন্য তারেক রহমানকে দোষারূপ করে সরকার প্রধান বলেন, ‘লন্ডনে বসে হুকুম দেয়, সে তো দেশে আসবে না। তার হুকুমে মানুষের ক্ষতি করছে বিএনপি নেতাকর্মীরা। জীবন্ত মানুষ পুড়িয়ে মারছে। তাদের ছাড় নেই। যে দেশে আসার সাহস রাখে না তার কথা কেন শোনেন, বিএনপি কর্মীদের প্রতি এটাই আমার প্রশ্ন।’
বিএনপির নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, ‘এ দলের নেতাই নেই। খালেদা জিয়াও নির্বাচন করতে পারবেন না, তারেক জিয়াও পারবেন না। তারা দুজনই দণ্ডিত আসামি। তাদের নির্দেশে বিএনপি কেন নির্বাচন বানচালে সন্ত্রাস করছে?’
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ধরিয়ে দিন। জনগণ সচেতন হলে তারা অগ্নিসন্ত্রাসের সাহস পাবে না।’
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা