1. admin@dailydigantor.com : admin :
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে ; আল্লামা ইসমাঈল নূরপুরী – দৈনিক দিগন্তর
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:১১ অপরাহ্ন
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:১১ অপরাহ্ন

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে ; আল্লামা ইসমাঈল নূরপুরী

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

 

গাজী ইসমাঈল ভাঁওয়ারী।।নরসিংদী জেলা প্রতিনিধি।।বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন,সরকারের এতো উন্নয়নের পরও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে ভয় কেন? উন্নয়নের নামে দুর্নীতি করার কারণে ভয় পায়। দেশের মানুষ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। সুতরাং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।

তিনি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধের দাবীতে আগামী ৭ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেইটের রাস্তায় মহাসমাবেশ সফল করার জন্য দলের নেতা কর্মী ও দেশবসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দিতে হবে অন্যথায় পরিণতি ভালো হবে না। সরকারের উপর দেশের মানুষের আস্থা নেই। তিনি আরও বলেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রন করতে না পারলে জনগণের হাতে ক্ষমতা দিয়ে সরকারের বিদায় নেওয়া উচিৎ।
তিনি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধের দাবীতে ২৫ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নরসিংদী জেলখানা মোড়ে শাখা সভাপতি মাওলানা আব্দুন নুরের সভাপতিত্বেও সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ শেরপুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আমানুল্লাহ রায়পুরী, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ খেলাফত যুব মজলিস জেলা সভাপতি মুফতি আনোয়ার মাহমুদ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস জেলা আহ্বায়ক মুফতি মোস্তফা আল ফারুকী প্রমুখ।

 

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা