1. admin@dailydigantor.com : admin :
নান্দাইলে বৃষ্টির নতুন পানিতে জাল ফেললেই মাছ – দৈনিক দিগন্তর
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন

নান্দাইলে বৃষ্টির নতুন পানিতে জাল ফেললেই মাছ

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

 

নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি।।ময়মনসিংহের নান্দাইলে টানা এক রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে কয়েক হাজার মাছের ঘের ও পুকুর। ফসলি জমির উপর দিয়ে থই থই করছে পানি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিতে পড়েছেন কৃষক ও মাছের ঘের খামারিরা।

বৃষ্টির পানিতে মাছের ঘের ও পুকুরের পাড় ডুবে নানা প্রজাতির মাছ চলে গেছে। আশপাশের জলাশহসহ বিভিন্ন ধান ক্ষেত নালা নদী খাল ও বিলে।এমত অবস্থায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে মাছ শিকারের হিড়িক পড়েছে। তার মধ্য উল্লেখযোগ্য উপজেলার আচারগাঁও ব্রীজ সংলগ্ন নরসুন্দা নদীতে পশ্চিম পাশে সিট জাল, জাকি জ্যাকি জাল,কেউ জাল দিয়ে, কেউবা টাক কিংবা বড়শি নিয়ে মাছ শিকার করছেন।

গত শুক্রবার সকাল থেকে অদ্যাবধি পর্যন্ত উপজেলার জাহাঙ্গীরপুর, শেরপুর, মোয়াজ্জেমপুর, খারুয়া, রাজগাতি, আশারগাঁও, সিংরাইল ইউনিয়নের কাঁচা পাকা সড়কের পাশে বিভিন্ন স্থানে দেখা মেলে এমন দৃশ্যোর। এ মাছ ধরার ও স্বীকারের এমন দৃশ্য দেখতে ভীড় করেন পথযাত্রী সহ স্থানীয় উৎসুক জনতারা।

স্থানীয়রা সৌরভ ও জাহাঙ্গীর জানান, নদী নালা খাল বিল ধান ক্ষেতে অথৈ পানি। জাল ফেললেই ছোট-বড় মাছ উঠে আসছে। তাই তারা মাছ ধরতে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহনা নাজনীন বলেন, নান্দাইলে আনুমানিক ৪৫০ হেক্টর ফিসারিজ প্রায় ৯০০ মেট্রিক টন মাছের ক্ষতি হয়েছে। আমরা এ ব্যাপারে প্রতিবেদন চূড়ান্ত হিসাব পরে জানা যাবে। ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের আমাদের অফিস থেকে সহযোগিতা করার সিস্টেম নাই। সরকার সহযোগিতা করলে করা যাবে।’

 

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা