নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে ৫দিন ব্যাপী বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগ মনোহরদীর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৫দিন ব্যাপী এই বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। প্রধান অতিথি শিল্পমন্ত্রী বক্তব্যে বলেন,বৃক্ষ যে শুধু ফল দেয় ফুল দেয় আর কাঠ দেয় তা নয়।বৃক্ষ মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা করে। তিনি বলেন সন্তান লালন পালন করলে যেমন ভবিষ্যতে সম্পদে পরিণত হয় বৃক্ষ রোপণ করে কেউ ঠকে না,বৃক্ষ রোপণ করেও সম্পদশালী হওয়া যায়। সামাজিক বনায়নের মাধ্যমে অনেকেই ধনবান হয়েছেন। সরকার বিনামূল্যে চারা বিতরণ করে ও বৃক্ষ রোপণে অবদানের জন্য জাতীয় পুরস্কার দিয়ে মানুষদের উৎসাহিত করছেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সেরা নার্সারী স্টলের মালিকদের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে সন্মাননা স্মারক (ক্রেস্ট), সার্টিফিকেট ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এসময় আরোও বক্তব্য রাখেন, মো.সাইদুল ইসলাম বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ ঢাকা,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী পৌরসভার মেয়র মোঃ আমিনুর রশিদ সুজন, মনোহরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন ইন্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন, জেলা পরিষদ সদস্য ইশরাত জাহান তামান্না, উপজেলা পরিষদদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী প্রমূখ। মনোহরদী উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন সংস্থার মাঝে ২ হাজার ৫শত চারা বিতরণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।এসময় জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক-শিক্ষার্থী,গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.মনির হোসেন।