সুনামগঞ্জ প্রতিনিধি।।সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন গ্রামীণ ব্যাংক শাখায় আজ ৩০ আগস্ট বুধবার সকালে আকস্মিক শাখা পরিদর্শনে আসেন জোনাল অফিসার মোশারেফ হোসেন।এ সময় শাখার সকল সহকর্মীদের সাথে ব্যাংকের বিভিন্ন বিষয় এবং উন্নয়নমুলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে মোশারফ হোসেন শাখার ১৭/ম কেন্দ্র পরিদর্শন করেন এবং সকল সদস্যের মাঝে বৃক্ষরোপণের উদ্দেশ্যে চারাগাছ বিতরণ করেন।এ সময় তিনি জোনাল অফিসের সদস্যর বসত বাড়িতেও চারাগাছ রোপণ করেন।
জোনাল ম্যানেজার মোশারেফ হোসেনকে সুনামগঞ্জের দ্বিতীয় বৃহত্তম হাওর ‘দেখার হাওর’ পাড়ে অবস্থিত পান্ডারগাঁও শাখাটি পরিদর্শন এবং সহকর্মীদের উজ্জীবিত করায় শাখার সকল সদস্যদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।