এস এম দেলোয়ার হোসেন।।জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলায় চর আমখাওয়া ইউনিয়নের লংকারচর গ্রামে মোঃ ফুলচাঁন মিয়ার মেয়ে কপিয়া (৭) নামে এক শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠেছে। জানা যায়, গত শুক্রবার আনুমানিক দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
গতকাল সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কপিয়ার বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা একটি মামলা দায়ের করেন।
জানতে চাইলে কপিয়ার বাবা জানান, আমি একজন গাছ কাটা মিস্ত্রি,কাজ করার জন্য বাইরে যেতে হয়।গত শুক্রবার (১৩ অক্টোবর) আনুমানিক ১২টার দিকে হঠাৎ করে আমার স্ত্রী মোছাঃ সেলিনা বেগম ফোন দিয়ে দ্রুত বাড়িতে আসতে বলে।
আমি বাড়িতে এসে আমার স্ত্রীর কাছ থেকে জানতে পারি আমার মেয়েকে মোবাইল ফোনে সিনেমা দেখার কথা বলে ডেকে নিয়ে যায়,একই এলাকার গ্রাম সম্পর্কের মামা মোঃ ছুমর উদ্দিন (৫৫)। এরপর তার সঙ্গে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে হঠাৎ আমার মেয়ের চিৎকার শুনে আমার স্ত্রী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়েকে এমন অবস্থায় দেখে তাকে উদ্ধার করে। আসামি ওখান থেকে দ্রুত পালিয়ে যায়।আমি এর দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, আমাদের মডেল থানা একটি মামলা দায়ের করা হয়েছে।আসামিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা চেষ্টা চালাচ্ছি।