জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।(২৩ জুলাই) রোববার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অফিসার আলমগীর আজাদ, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) হাবিব সাত্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ,সাবেক জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, নির্বাচন অফিসার মোঃ বেলাল হোসেন, সাংবাদিক মদন মোহন ঘোষ, সাংবাদিক খাদেমুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নেতৃবৃন্দ সহ আরো অনেকে।
শোভাযাত্রাটি উপজেলা বিভিন্ন চত্বরে প্রদক্ষিণ করেন।