1. admin@dailydigantor.com : admin :
তালতলীতে জেলেরা চাল না পাওয়ায় মানববন্ধন – দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩১ অপরাহ্ন
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তালতলীতে জেলেরা চাল না পাওয়ায় মানববন্ধন

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

 

আবুল হাসান, নিজস্ব প্রতিবেদক।। বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে জেলেদের নাম তালিকায় থাকা সত্ত্বেও প্রকৃত জেলেরা চাল না পাওয়ার অভিযোগে মানববন্ধন করেছে প্রকৃত জেলেরা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জাটকা ইলিশ, মা-ইলিশ আহরনে বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা থাকার কারনে আমরা ইলিশ আহরনে বিরত থাকি। আমাদের মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রতি জেলেকে ৬৫ দিন অবরোধে জন প্রতি ১ম কিস্তিতে ৫৬ কেজি এবং ২য় কিস্তিতে ৩০ কেজি ভিজিএফ চাল দেয়, এবং মা ইলিশ আহরনে বিরত থাকা জেলেদেরকে ২৫ কেজি করে চাল দেয়। কিন্তু নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু ও ইউপি সদস্য জসিম হাওলাদার সহ ইউপি সদস্যরা বরাদ্দকৃত চাল জেলেদের না দিয়ে নিজেদের ইচ্ছামত তালিকা ও মাষ্টাররোল তৈরি করিয়া কিছু চাল বিতরন করে বাকি চাল নিজেরা আত্মসাৎ করেন বলে তারা জানায়।

এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য জসিম হাওলাদার বলেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল পায়তারা চালাচ্ছে।

নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু বলেন, এগুলো মিথ্যা ও ভিক্তিহীন ভাবে মানববন্ধন করেছে। নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা