টিটু মজুমদার ভোলা,জেলা।। পুলিশ সুপার ভোলা মোঃ মাহিদুজ্জামান বিপিএম মহোদয় নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর তত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মামুন অর রশিদ পল্টন, তজুমদ্দিন থানা, ভোলা সংগীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় ইং- ২৯/১০/২০২৩ তারিখ ১৭.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানাধীন শম্ভপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ গোলকপুর সাকিনের শরীফ মাস্টারের বাড়ীর সামনে থেকে আসামী ১। মামুন হাসান(৪৫), পিতা মৃত আলী আকবর ওরফে আলী আজগর, সাং-মধ্যমধলী, ২নং ওয়ার্ড, বর্তমান সাং-পক্ষিয়া ৭নং ওয়ার্ড, থানা-বোরহান উদ্দিন, ২। মোঃ রাকিব হোসেন(২৩), পিতা- মোঃ ছবির ওরফে ছগির সিকাদর, সাং-বশুতুল্লাহ, চৌমহনী, ৯নং ওয়ার্ড, থানা-চরফ্যাসন, জেলা ভোলাদ্বয়কে আটক পূর্বক তাহাদের হেফাজত হইতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এ ঘটনার বিষয় তজুমদ্দিন থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।