প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৩, ১২:৪৭ অপরাহ্ণ
ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
ডেস্ক রিপোর্ট।।চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানী মালিবাগ রেললাইন অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রবিবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগ রেললাইন অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা।
জানা যায়, সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণে দাবিতে রেলপথ মন্ত্রী, রেলওয়ে সচিব ও রেলওয়ের কর্তৃপক্ষের কাছে বারবার গিয়েও কোন সমাধান পাওয়া যায়নি। তাই অস্থায়ী শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছে।
হাজারো শ্রমিক রেলপথে অবস্থান নেওয়ায় মালিবাগ রেলগেটে আটকা পড়ে ঢাকা থেকে রংপুর যাওয়ার ট্রেন ‘রংপুর এক্সপ্রেস’। যার কারণে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ আপাতত বন্ধ।
উপদেষ্টা সম্পাদক জনাব কাজিম উদ্দিন আহমেদ ধনু (এমপি),
ব্যবস্থাপনা সম্পাদক হাজী মোহাম্মদ আতিকুর রহমান আতিক,
শাহবাজ জামান সম্পাদিত
Copyright © 2023 দৈনিক দিগন্তর. All rights reserved.