1. admin@dailydigantor.com : admin :
ডিসি-ইউএনওদের গাড়ি দেওয়া হচ্ছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে : আইনমন্ত্রী – দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ অপরাহ্ন
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ডিসি-ইউএনওদের গাড়ি দেওয়া হচ্ছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে : আইনমন্ত্রী

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

 

জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যাদের জন্য নতুন গাড়ি কেনা হচ্ছে, তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপরিহার্য। বৃহস্পতিবার (১২ অক্টোবর) মাগুরায় নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিসি ও ইউএনওদের জন্য ২৬১টি নতুন গাড়ি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় হবে ৩৮০ কোটি টাকা। জাতীয় নির্বাচনের সময় সাধারণত ডিসিরা রিটার্নিং কর্মকর্তা এবং ইউএনওরা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
গাড়ি কেনা বন্ধ রাখার জন্য সরকার একটা নিষেধাজ্ঞা দিয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সেই নিষেধাজ্ঞা এই নির্বাচনের প্রয়োজনে শিথিল করা হয়েছে বলেই গতকাল ২৬১টি গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এটা অত্যন্ত প্রয়োজন। কারণ, যাদের (ডিসি ও ইউএনও) এসব গাড়ি দেওয়া হচ্ছে, তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপরিহার্য।
তিনি বলেন, কেয়ারটেকার সরকারের কোনো প্রভিশন (বিধান) নাই। সংবিধানে ঠিক যেভাবে আছে, সেভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হলো কি, না হলো, সেটা দেখবে জনগণ। বর্তমান আওয়ামী লীগ সরকার চায়, সব দল এ নির্বাচনে অংশগ্রহণ করুক। দেশের প্রচলিত আইন, সংবিধান মেনেই সব দলকে নির্বাচনে অংশ নিতে হবে।
আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার, সিনিয়র জেলা ও দায়রা জজ আমিত কুমার দে, জেলা প্রশাসক আবু নাসের বেগ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুসহ অনেকে।

 

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা