1. admin@dailydigantor.com : admin :
ডিএমপির চিঠির জবাবে যা জানাল বিএনপি – দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:০২ অপরাহ্ন
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ডিএমপির চিঠির জবাবে যা জানাল বিএনপি

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

 

স্টাফ রিপোর্টার।।২৮ অক্টোবরের মহাসমাবেশ করতে বিএনপির কাছে নয়াপল্টন ছাড়া দুটি বিকল্প ভেন্যুর প্রস্তাব চাওয়া হলেও বিকল্প কোনো স্থানের কথা জানায়নি দলটি। কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনেই তারা মহাসমাবেশ করবে- এমনটা জানিয়ে পুলিশকে চিঠির জবাব দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়া চিঠির জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা জানিয়েছেন।

ডিএমপিতে দেওয়া চিঠিতে বিএনপি জানিয়েছে, ২৮ অক্টোবরের মহাসমাবেশে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের সমাবেশে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার লোকের সমাগম হবে। অন্য কোনো রাজনৈতিক দলের লোক তাদের সমাবেশে আসবে না।

দলটি আরও জানিয়েছে, তারা নয়াপল্টনেই সমাবেশ করতে চায়। এ জন্য তারা ৫০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছে।

এর আগে বুধবার (২৫ অক্টোবর) এক চিঠিতে জননিরাপত্তার স্বার্থে বিএনপির কাছে সাতটি বিষয়ে জানতে চায় ডিএমপি। যার জবাব দিতে বলা হয়েছে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মধ্যে।

নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে অনুষ্ঠেয় শান্তিপূর্ণ মহাসমাবেশ সম্পর্কিত তথ্য প্রেরণ প্রসঙ্গে দেওয়া চিঠির জবাবে রিজভী বলেন, গতকাল ২৫ অক্টোবর দিবাগত রাতে ‘৭৬৪২/ ওসি (পল্টন মডেল থানা)’ স্মারকে আপনার স্বাক্ষরিত একটি পত্র বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গৃহীত হয়। উক্ত পত্রে ২৮ অক্টোবর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিতব্য সমাবেশ সম্পর্কিত সাতটি তথ্যের বিষয়ে জানতে চাওয়া হয়।

তিনি আরও বলেন, সমাবেশ বেলা ২টায় শুরু হবে এবং মাগরিবের আজানের পূর্বে শেষ হবে। সমাবেশে এক লক্ষ থেকে সোয়া লক্ষ লোক হতে পারে। সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হতে পারে। পাশাপাশি সমাবেশে পশ্চিমে বিজয়নগর মোড় এবং পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত কিছুদূর অন্তর অন্তর মাইক লাগানো হবে।

চিঠিতে বিএনপির শীর্ষ এই নেতা আরও বলেন, ২৮ অক্টোবর মহাসমাবেশে বিএনপির নেতৃবৃন্দ ব্যতিরেকে অন্যকোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন না। সমাবেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য দলের নিজস্ব স্বেচ্ছাসেবকবৃন্দ দায়িত্ব পালন করবেন। ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনস্থ বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। যার ফলে অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা