নিজস্ব প্রতিবেদক।।ঝিনাইদহে শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল আইসক্রিম কারখানায় র্যাবের অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড এবং বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ধ্বংস করা হয়েছে।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অদ্য ২৯ আগষ্ট ২০২৩ তারিখ র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ভাটই বাজার এলাকায় কিছু প্রতিষ্ঠান অবৈধ প্রক্রিয়ায় নোংরা পরিবেশে খাবারপণ্য আইসক্রিম উৎপাদন ও বাজারজাতকরণ করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অদ্য ২৯ আগষ্ট ২০২৩ইং তারিখ র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প এবং জেলা প্রশাসক কার্যালয়,ঝিনাইদহ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এর সমন্বয়ে একটি আভিযানিক দল ভাটই বাজার এলাকায় রুচি আইসক্রিম ফ্যাক্টরী এর প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য আইসক্রিম উৎপাদন ও বাজারজাতকরণ করে জনসাধারনের নিকট বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটির মালিক মোঃ মাহাবুব রহমান(৪৮) কে ৫০,০০০/- টাকা জরিমানা ও অনাদায়ে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং একই এলাকার ফ্রেশ মিল্ক আইসবার ফ্যাক্টরী এর প্রতিষ্ঠানকে নোংরা ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করন করে জনসাধারনের নিকট বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটির মালিক মোঃ রাকিব মালিতা(২০)কে ৩০,০০০/- টাকা জরিমানা করা সহ দুটি প্রতিষ্ঠানকে মোট ৮০,০০০(আশি হাজার)টাকা অর্থদন্ড করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উক্ত প্রতিষ্ঠান দুটি তাদের নিজস্ব কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দীর্ঘদিন ধরে আইসক্রিম সংরক্ষণ ও বাজারজাতকরন করে আসছে। যা জনসাধারনের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
জনগনের বিশ্বাস ও আস্থা অর্জনের লক্ষ্যে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।