এস এম দেলোয়ার হোসেন।।জামালপুরে জিলবাংলা সুগারমিলস লিমিটেডে এর গুণগত মান সম্পন্ন আখ উৎপাদন ও ফসল বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থাপনা শীর্ষক আখ চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জিল বাংলা সুগার মিলের লিমিটেড এর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে কৃষিবিদ ও আওয়ামী লীগের নেতা শফিকুর রহমান শিবলীর সঞ্চালনায়, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড -১) আরিফুর রহমান অপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ মোঃ ফরিদুল হক খান দুলাল এম পি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা,দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান, আখচাষী কল্যান সমিতির সাধারণ সম্পাদক কাউন্সিলর আব্দুল মান্নান, ইসলামপুর আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল নাসের চৌধুরী, আখচাষী কল্যান সমিতির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ সহ অনেকে।
এ সময় বক্তারা আখ উৎপাদন ও ফলন বৃদ্ধির লক্ষে বিস্তারিত ব্যবস্থাপনা বিষয় নিয়ে আখচাষীদের সাথে মতবিনিময় করেন।