আবুল হাসান।।ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। সবচাইতে বড় আপত্তি হলো এই আইনের বিভিন্ন ধারার ব্যাখ্যা স্পষ্ট ছিল না বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।আজ রোববার (৩ সেপ্টেম্বর ২৩) সকাল ১১ টার দিকে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল রুমে গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত সাইবার নিরাপত্তা আইন: বাকস্বাধীনতা হরণের নয়া হাতিয়ার শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলা হয়েছে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসানাত কাইয়ুমের সভাপতিত্বে, সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমনের পরিচালনায় উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের পরিচালক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্নয়ক জোনায়েদ সাকি। মাওলানা ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের অন্যতম সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, যুগ্ম আহবায়ক আবু ইউসুফ সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব ও সনিয়া আক্তার প্রমুখ।
এসময়ে বক্ততারা বলেন, বর্তমান সরকার যে বাটপার, প্রতারক, মিথ্যাবাদী সরকার, এই কথা বারবার বলতে ইচ্ছে করছে না। যেমন পেঁয়াজ ছাড়া রান্না জানেন, কাঁচামরিচ শুকনো করে রাখতে পারেন, ডিম থেরাপি জানেন, তেমনিভাবে দেশের একটা ওসিও নিজের ইচ্ছে মতো মামলা দিতে পারবেন। এ মামলার ওপর তাদের প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। তাদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা আইন মানুষের উপকারে থাকার কথা, কিন্তু এটি মানুষের উপকার না করে বরং ক্ষতি করছেন বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এসময়ে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এই হয়রানী মূলক সাইবার আইন বাতিল করব।এ সভায় আইসিটি মামলায় কারাভোগকারী নারী শিশু ও পুরুষেরাও উপস্থিত ছিলেন।