আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জয়পুরহাট কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট (পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি বীরমুক্তিযোদ্ধা স্বপন কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম সোলায়মান আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি শ্যামল কুমার সাহা, জয়পুরহাট আদালতের কোর্ট পরিদর্শক আব্দুল লতিফ খান, বিশিষ্ট সমাজ সেবক নন্দলাল পার্শী, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় জয়পুরহাট এর সহকারী প্রকল্প পরিচালক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুগে যুগে পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার, নির্যাতন বেড়ে যায় তখনই বিভিন্ন অবতার পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হন। তেমনি মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য। মানুষে মানুষে বিভেদ ও বৈষম্য অবসানে সব ধর্মের আদর্শকে ধারণ করেই আমাদের এগোতে হবে। কারণ সব ধর্মেই মানুষের কল্যাণের বাণী রয়েছে। আর এই বাণীর তাৎপর্য মেনে চললে এক শোষণহীন সর্বজনীন সমাজ প্রতিষ্ঠিত হতে পারে।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট রাজশাহী জেলা মাস্টার ট্রেইনার কাম-ফ্যাসিরিটেটর কানু বাশফোর।