1. admin@dailydigantor.com : admin :
ছয় শিশুর মরদেহ নিয়ে বিশ্ববাসীকে গাজার চিকিৎসকদের যে বার্তা – দৈনিক দিগন্তর
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:৩১ অপরাহ্ন
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:৩১ অপরাহ্ন

ছয় শিশুর মরদেহ নিয়ে বিশ্ববাসীকে গাজার চিকিৎসকদের যে বার্তা

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

 

আন্তর্জাতিক ডেস্ক।।গাজার একের পর এক নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ নৃশংস হামলা থেকে রেহায় পায়নি হাসপাতাল। মঙ্গলবার (১৭ অক্টোবর) গাজার আল-আহলি হাসপাতালে এক হামলায় নিহত হয়েছেন অন্তত ৫০০ ফিলিস্তিনি। এ ছাড়া আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে গাজায় প্রতি ১৫ মিনিটে একজন করে শিশু নিহত হচ্ছে। এমন পরিস্থিতি একসাথে ৬ শিশুর মরদেহ সামনে নিয়ে মুক্ত বিশ্বকে নতুন বার্তা দিয়েছেন গাজার চিকিৎসকরা। খবর আলজাজিরার।

একসঙ্গে ৬ শিশুর মরদেহ সামনে নিয়ে এ বার্তা দেন গাজার ইউরোপিয়ান হাসপাতালের পরিচালক ইউসুফ আল আক্কাদ। এ বার্তার ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ভিডিওতে ইসরায়েলের বোমা হামলায় নিহত একসঙ্গে ছয় শিশুর মরদেহ সামনে রাখা হয়েছে। ভিডিওটিতে আল আক্কাদ বলেন, এসব শিশুদের দিকে তাকান। কারা এদের হত্যা করছে?
তিনি বলেন, মুক্ত বিশ্ব, এই শোকার্ত ও নিপীড়িত মানুষের বিরুদ্ধে সংঘটিত এই গণহত্যা চলছে। এখন ‍তুমি কোথায়? উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকে শুরু হয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এতে অন্তত সাতে তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে হাজার একটি হাসপাতালে বোমা হামলা সবচেয়ে নৃশংস ঘটনা। এ হামলায় অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছেন।
সেভ দ্য চিলড্রেনের এক পরিসংখ্যনে বলা হয়েছে, বর্তমানে গাজার পরিস্থিতি এত বেশি ভয়াবহ যে প্রতি ১৫ মিনিটে একজন করে শিশুর মৃত্যু হচ্ছে।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা