1. admin@dailydigantor.com : admin :
চাঞ্চল্যকর শামীমা হত্যা মামলার প্রধান আসামী সাইদুর গ্রেফতার – দৈনিক দিগন্তর
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৯ অপরাহ্ন
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৯ অপরাহ্ন

চাঞ্চল্যকর শামীমা হত্যা মামলার প্রধান আসামী সাইদুর গ্রেফতার

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

 

খুলনা প্রতিনিধি : চাঞ্চল্যকর শামীমা হত্যা মামলার মুলহোতা মোঃ সাইদুর রহমান(২১)কে আড়ংঘাটা থানার ঘোনা বাজার এলাকা থেকে আটক করেছে কেএমপি হরিণটানা থানা পুলিশ। উল্লেখ্য, গত ৪ জুলাই হরিণটানা থানাধীন রায়েরমহল আন্দিরঘাট ব্রীজের দক্ষিণ পাশের একটি আবাসিক প্রকল্পের কাশবনের ভিতর থেকে অজ্ঞাতনামা এক যুবতীর মরদেহ উদ্ধার করে হরিণটানা থানা পুলিশ। পরে জানা যায় নিহত শামীমা আক্তার (১৮) কয়রা থানার মাদারবাড়িয়া এলাকার বাসিন্দা মোঃ বাবুল সানার মেয়ে। তখন শামীমার বাবা বাদী হয়ে তার মেয়ে জামাই মোঃ সাইদুর রহমান সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে ৩০২,২০১ ও ৩৪ ধারায় হরিণটানা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ ঘটনার পর থেকে আসামী সাইদুর রহমান পলাতক ছিলো।

হরিণটানা থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ইং ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫টার সময় গোপন তথ্যের ভিত্তিতে হরিণটানা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহরিয়ার হাসানের নেতৃত্বে একটি চৌকশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে আডংঘাটা থানাধীন ঘোনা বাজার এলাকা থেকে শামীমা হত্যা মামলা প্রধান আসামী পলাতক সাইদুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হন।

সাইদুর রহমান একই থানার ২নং কয়রা এলাকার সানাবাড়ির বাসিন্দা মোঃ আব্দুর রহিম মোল্লার ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন,আসামীর নিকট থেকে এখনো কোন তথ্য জানা যায়নি তবে তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা