ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করার অনুমতি চাইলেও অনুমতি দেয়নি ডিএমপি। সে জন্য বৃহস্পতিবার (২৭ জুলাই) তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু গণমাধ্যমকে বলেন, ডিএমপি থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করার অনুমোদন দেয়া হয়নি। তাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছি।
এদিকে বিএনপিকেও বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যান কিংবা পল্টনে মহাসমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি। কর্মদিবসে সমাবেশ আয়োজনের উদ্যোগকে অনুমতি না দেওয়ার কারণ হিসেবে জানিয়েছে পুলিশ। পরিবর্তে গোলাপবাগ মাঠ বিবেচনা করতে বলা হয়েছে।
এছাড়া চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকেও এখন পর্যন্ত সমাবেশের অনুমতি পায়নি।