ক্রাইম রিপোর্টার।।খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১ জন দালালকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান খুলনার একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ দালাল চক্র দীর্ঘদিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসা সাধারন রোগীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহনের কথা বলে টাকা হাতিয়ে নেয় এবং সেই সাথে বিভিন্ন নিম্ন মানের ক্লিনিকের সাথে যোগসাজসের মাধ্যমে সাধারণ রোগীদের সেখানে নিয়ে যান।সেখানে রোগীরা কোন ভাল মানের চিকিৎসা পায় না বরং বিপুল পরিমান অর্থ খরচ করতে বাধ্য হন।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ২৭ আগষ্ট ২০২৩ তারিখ ১১.৩০ ঘটিকা হতে ১৫.৩০ ঘটিকা পর্যন্ত আরিফুল ইসলাম,সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা এর সহযোগীতায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় দালাল চক্রের ১১ জন সদস্যকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। ১। লিটন মন্ডল(৩২), ২। জোতির্ময় শীল(২৮), ৩। মোঃ শিফাজুর রহমান(২৮), ৪। রিয়াজুল ইসলাম(৩০), ৫। ফিরোজ হোসেন(২৭), ৬। ফারুক হোসেন(৩৩), ৭। ওসমান শেখ(২৯), ৮। সিমা বেগম(৩০), ৯। আরাফাত আদ্রঙ্গী(২৮), ১০। গোলাম রহমান (৩১), ১১। আব্দুল্লাহ আল মাহমুদ(২৭)দের প্রত্যেককে ১০০০ টাকা করে সর্বমোট ১১,০০০/- টাকা অর্থদন্ড এবং ১। লিটন মন্ডল(৩২), ২। জোতির্ময় শীল(২৮) দ্বয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গ্রেফতারের পর আসামীরা বিষয়টি স্বীকার করেছে।