খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান।
মঙ্গলবার দামোদর গ্রামের বরনপাড়া এলাকায় ১নং ওয়ার্ডের জোর পূর্বক ২ সন্তানের জননী প্রতিবন্ধী রজিনা বেগম (৩২) গৃহবধূকে ধর্ষনের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার তদন্তকরী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ফুলতলা দামোদর গ্রামের ১ নং ওয়ার্ডের ছেকমাতুল্লাহ শেখ এর পুত্র সাত্তার শেখ (৫৫) এক গৃহবধুকে চলাচলের পথে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত সোমবার ভোর রাতে গৃহবধুর স্বামী ফজরের নামাজ পড়তে মসজিদে গেলে এসময়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে তার ঘরের ভিতর প্রবেশ করে। এসময় গৃহবধূর ডাক চিৎকারে এলাকাবাসী উপস্থিতি টের পেয়ে সাত্তার শেখ (৫৫) সোমবার গৃহবধূর ভাবি নুরজাহান বেগমের সহযোগিতায় থানায় মামলা করতে যায়। যার নং ৯/৪ খ ১৪/২৯,০৮,২৩ইং। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী আইন ২০০৩ ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বকনারী ধর্ষণের চেষ্টা করার অপরাধে মামলা করেছে।