খুলনা ব্যুরো।।খুলনা নগরীট দৌলতপুর দেয়ানা উত্তর পাড়া প্রাইমারী স্কুল মাঠ চত্তরে রবিবার বিকাল ৫ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিক পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কেসিসির ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিল গোলাম রব্বানী টিপুর সভাপতিত্বে ও দৌলতপুর থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আকরাম হোসেনের পরিচালনায় ৪নং ওয়ার্ডবাসীর আয়োজনে সভায় সম্মানিত অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের সভাপতি ও কেসিসির মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর আ’লীগের সাঃ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিশেষ অতিথি ছিলেন মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা: খন্দকার মাজহারুল আনোয়ার, যশোর শিক্ষা বোর্ডের সাবেক মাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুর’র অধ্যক্ষ মো: নূরুল ইসলাম,আকাঙখা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: মাহবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আ’লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, নগর আ’লীগ বিশিষ্ট ব্যবসায়ী দাউদ হায়দার, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, ৫নং ওয়ার্ড আ’লীগের সা: সম্পাদক হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা হারুন বন্দ, লিটন, শেখ ইউসুফ, শেখ আবু জাফর, সংরক্ষিত কাউন্সিলর সাহিদা বেগম, আ’লীগ নেতা রানা পারভেজ সোহেল, কাউছার মোল্লা, তৈহিদ মোল্লা, আলহাজ্ব লুৎফার রহমান, মোল্লা, সবুর মোল্লা, শেখ সোলায়মান, আব্দুল মান্নান, শাহবুদ্দিন হিরণ, গাজী অহিদুজ্জামান, জাহিদ মোল্লা, শাহিন মোল্লা, শেখ মিজা, লিটু কাউছার শেখ, রানা গাজী, ইকরাম মোল্লা, মো: শহিদুল শেখ মুত্তকিন মোল্লা, মুন্না গাজী, আব্দুল হক, শিক্ষক মো. নজরুল ইসলাম, মুহাম্মাদ মনজুরুল হোসাইন, হাফেজ মো: সালমান, শেখ ওবায়দুল্লাহ সবুজ, তুহিনসহ আ’লীগ ও তার অঙ্গ নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শহীদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার শহীদ পরিবারের রুহের মাগফেতার কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন দেয়ানা মহিলা দাখিল মাদরাসার সুপার মুহা: মনজুরুল হোসাইন।