ক্রাইম রিপোর্টার।।খুলনার দৌলতপুর নতুন রাস্তায় চাঞ্চল্যকর গৃহবধু ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ।
দৌলতপুর থানাধীন পাবলা কেশব লাল রোডের শাহজাহান শেখ(গুরুর) বাড়ীর ভাড়াটিয়া গত ১৩ সেপ্টেম্বর বুধবার রাতে ১৫ জনের অধিক দুর্বৃত্তদের দারা গৃহবধু গনধর্ষণের শিকার হয়।দুর্বৃত্তদের ভয়ে ও হুমকীর কারনে গৃহবধুর পরিবার মামলা করতে সাহস পায়নি। অসুস্থ গৃহবধু চিকিৎসা নিতেও যেতে পারেনি।পরে প্রশাসনের সহযোগিতায় ৫ দিন পর ১৮ সেপ্টমবর মামলা রুজু হয়।অবশেষে মামলার ৭ দিন পরে ২৪ সেপ্টমবর মামলার এজাহার নামীয় আসামি দৌলতপুর পাবলা কেশবলাল রোডের মোঃ পোটলের ছেলে মোঃ রাকিব(২২)কে আটক করে দৌলতপুর থানা পুলিশ।আসামি রাকিবকে দিঘলিয়া উপজেলার কুকুর মারা এলাকা থেকে রবিবার সন্ধ্যায় আটক করা হয়।সোমবার বেলা ১১ টায় রাকিবকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে রিমান্ডের আবেদন করা হয়েছে।
উক্ত এজাহারের প্রেক্ষিতে দৌলতপুর থানার মামলা নং- ১৫, তারিখঃ ১৮/০৯/২০২৩, ধারা- নাঃ শিঃ নিঃ দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০) এর ৯ (৩) তৎসহ ৫০৬ পেনাল কোড, ১৮৬০ রুজু করা হয়।এ পর্যন্ত ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।