স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলগাঁও এলাকায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে মোবাশ্বের হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে এবারের এসএসসি পরীক্ষা দিয়েছিল।
শনিবার (২২ জুলাই) রাত ১১টার দিকে খিলগাঁও মেরাদিয়া জি-ব্লকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মৃত মোবাশ্বের নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে। এলাকাতেই একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে।
খিলগাঁও থানার এসআই সুজিত কুমার সাহা জানান, মোবাশ্বেরের বাড়ি নোয়াখালী। সেখানে একটি স্কুল থেকে এসএসসি দিয়েছিল। চলতি মাসের ৮ তারিখে খিলগাঁওয়ের ওই ভবনে মানিক নামে এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। দশতলা ভবনের সাতলায় মানিকসহ কয়েকজন মেস করে থাকে।
তিনি আরও জানান (২২ জুলাই) গতরাতে মেবাশ্বের সাততলার বারান্দা দিয়ে অসাবধানবশত নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ঘটনার প্রেক্ষিতে বাড়িওয়ালাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন এ বিষয়ে থানার ওসির সঙ্গে দফারফা হয়েছে। আপনারা তার সঙ্গে কথা বলেন।