খুলনা জেলা প্রতিনিধি।।আজ ৩০ আগস্ট বুধবার দুপুর ১.৩০ ঘটিকায় খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন কেএমপি’র মান্যবর পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা। পুলিশ কমিশনার বিভাগীয় পুলিশ হাসপাতালে পৌঁছালে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: সৈয়দ একেএমএন করিম পুলিশ কমিশনার কে অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার বিভাগীয় পুলিশ হাসপাতালে কর্মরত ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক, ডাক্তার, নার্স, সিভিল স্টাফ এবং পুলিশ অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, “প্রত্যেককেই সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সহিত দায়িত্ব পালন করতে হবে।” পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে বিভাগীয় পুলিশ হাসপাতাল, খুলনায় সরবরাহকৃত ঔষধসমূহ যথাযথভাবে গ্রহণ, মজুদ রেজিস্টারে লিপিবদ্ধকরণ, প্রতিদিন রোগীদের সরবরাহকৃত ঔষধ যথাযথ প্রক্রিয়ায় বিতরণ এবং রেজিস্টারে লিপিবদ্ধকরণের নির্দেশ প্রদান করেন। কেএমপি’র মান্যবর পুলিশ কমিশনার মহোদয় আরো বলেন, ‘বিভাগীয় পুলিশ হাসপাতাল খুলনার সেবার মান আরো বাড়াতে হবে যাতে চিকিৎসার জন্য কোন পুলিশ সদস্যকে খুলনা থেকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে যেতে না হয়।’ এসময় পুলিশ কমিশনার বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসারত পুলিশ সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; বিভাগীয় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: সৈয়দ একেএমএন করিম-সহ ডাক্তার, নার্স, সিভিল স্টাফ এবং হাসপাতাল ষ্টোরে কর্মরত অফিসার ও কনস্টেবলবৃন্দ।