খুলনা জেলা প্রতিনিধি।।আজ ২৮ অক্টোবর শনিবার দুপুর ১২:৩০ ঘটিকায় লবণচরা থানাধীন গুলজান সিটি এলাকায় অবস্থিত শ্যুটিং ক্লাব ভবন কেএমপি’র পুলিশ কমিশনার ও শ্যুটিং ক্লাবের সভাপতি মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম পরিদর্শন করেন।
উক্ত শ্যুটিং ক্লাব পরিদর্শনকালে পুলিশ কমিশনার উপস্থিত ক্লাবের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।শ্যুটিং ক্লাবের কার্যক্রমকে কিভাবে আরো গতিশীল করা যায় এবং ক্লাব ভবনে স্থায়ী শ্যুটিং রেঞ্জ স্থাপনের বিষয়ে উপস্থিত শ্যুটিং ক্লাবের অন্যান্য সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) ও সিনিয়র সহ-সভাপতি সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ও সিনিয়র সহ-সভাপতি মোঃ সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর এন্ড মিডিয়া) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা; খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আলী বাবু; সহ-সভাপতি শেখ আবেদ আলী; যুগ্ম-সম্পাদক সৈয়দ সাজ্জাদ আলী এবং নির্বাহী সদস্য আসাদুল হক।