
হৃদয় রায়হান ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : মাদক নির্মূল কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়।পুলিশের পাশপাশি সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। স্বচ্ছতা নিয়ে কাজ করতে এসেছি। জনসেবা করতে এসেছি।
নির্ভেজাল সেবা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে চাই এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া জেলায় সদ্য যোগ দেওয়া পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব।
সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদক-সন্ত্রাস ও চোরাচালানের মতো অপরাধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, থাকবে।
এতে সবার সহযোগিতা চাই। এর আগে পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের মধ্য থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাংবাদিক মোস্তাফিজুর রহমান মঞ্জু, হাসান আলী, তারিকুল হক তারিক, তৌহিদী হাসান, শরীফ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।